খাগড়াছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসে যোগেন্দ্র চাকমা (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে ৷
নিহত যোগেন্দ্র দীঘিনালার বাবুছড়া উল্টাছড়ি এলাকার শুভধন চাকমার ছেলে।
মঙ্গলবার (৯ জুলাই) বিকাল ৫ টায় উল্টাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, কয়েকদিন ধরে পাহাড়ে টানা বর্ষণে হঠাৎ পাহাড় ধসে তিনটি ঘর মাটি চাপা পড়ে। এসময় মাটি চাপায় যোগেন্দ্র চাকমা মারা যায়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ জয়নিউজকে বলেন, বাবুছড়া ইউনিয়নের দুর্গম উল্টাছড়িতে মাটি চাপা পড়ে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে তবে ঘটনাস্থল অত্যন্ত দূরবর্তী এলাকা হওয়ায় প্রশাসন ঘটনাস্থলে পৌছাতে পারিনি।
এসময় তিনি আরো জানান, পাহাড়ি ঢলে মাইনী নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যার শঙ্কা রয়েছে।