বায়েজিদের আমিন কলোনিতে ওয়াইফাই চালানোকে কেন্দ্র করে মো. কালাম (২৮) নামে এক দোকানদার ছুরিকাঘাতে খুন হয়েছেন।
বুধবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আমিন কলোনিতে নিহত কালামের একটি মোবাইল যন্ত্রাংশের দোকান আছে। ওয়াইফাই চালানো নিয়ে সকালে পাশের অন্য এক দোকানদারের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই দোকানদার কালামের বুকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জয়নিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে কালামকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার জয়নিউজকে বলেন, একটু আগে আমরা খবর পেয়েছি। আমরা এখন ঘটনাস্থলে যাচ্ছি।
জয়নিউজ/পিডি