নগরের চকবাজারে কোচিং করতে এসে ‘নিখোঁজ’ হওয়া কিশোরী তাছমিনা আকতার নিশুকে (১৮) সঙ্গীসহ ঢাকা থেকে আটক করা হয়েছে।
‘নিখোঁজ’ হওয়ার দুদিন পর মঙ্গলবার (৯ জুলাই) রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন জয়নিউজকে বলেন, ফোন লোকেশন যাচাই-বাছাই শেষে রাতে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে তাদের যাত্রাবাড়ি এলাকা থেকে আটক করা হয়। আটকের পর তাদের ফেরত নিয়ে আসা হচ্ছে।
ওসি নিজাম আরও বলেন, আটককৃতদের এখনও জিজ্ঞাসাবাদ করা সম্ভব না হওয়ায় বিস্তারিত কিছু জানানো সম্ভব হচ্ছে না। তবে এটি অপহরণ নাকি প্রেমঘটিত বিষয়, তা নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে জানতে নিশুর ভাই রিয়াদকে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।
এর আগে সোমবার (৮ জুলাই) সকাল ৭টায় নগরের খুলশী এলাকা থেকে কোচিংয়ের উদ্দেশে বের হয় তাছমিনা আকতার নিশু (১৮)। চকবাজার এলাকার গুলজার টাওয়ারের রেটিনা কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিল সে। কিন্তু নির্ধারিত রুমে ক্লাস না হওয়ায় সে ভবনের নিচে নেমে আসে। এরপর তার আর কোনো খবর পাওয়া যায়নি। সারাদিন তার খোঁজ না পেয়ে চকবাজার থানায় অভিযোগ করে পরিবার।