বৃষ্টির কারণে শাহ আমানতে নামতে পারেনি ৩ ফ্লাইট

ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণে ব্যাঘাত ঘটছে। বুধবার (১০ জুলাই) দুপুরে দুটি আন্তর্জাতিক এবং একটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

- Advertisement -

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই আলম জয়নিউজকে জানান, কলকাতা থেকে আসা বাংলাদেশ বিমান ও রিজেন্ট এয়ারওয়েজের দুটি ফ্লাইট দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে শাহ আমানত বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে সেগুলো ঢাকায় অবতরণ করে।

- Advertisement -google news follower

তিনি আরো জানান, ঢাকা-চট্টগ্রাম রুটের বাংলাদেশ বিমানের ফ্লাইটও দুপুরে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে কক্সবাজারে অবতরণ করে। ফ্লাইটটি দুপুর ২টা ৫ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

জয়নিউজ/আরডি/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM