ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণে ব্যাঘাত ঘটছে। বুধবার (১০ জুলাই) দুপুরে দুটি আন্তর্জাতিক এবং একটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই আলম জয়নিউজকে জানান, কলকাতা থেকে আসা বাংলাদেশ বিমান ও রিজেন্ট এয়ারওয়েজের দুটি ফ্লাইট দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে শাহ আমানত বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে সেগুলো ঢাকায় অবতরণ করে।
তিনি আরো জানান, ঢাকা-চট্টগ্রাম রুটের বাংলাদেশ বিমানের ফ্লাইটও দুপুরে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে কক্সবাজারে অবতরণ করে। ফ্লাইটটি দুপুর ২টা ৫ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণের কথা ছিল।