ভারতবর্ষে সমকামিতা অপরাধ নয়। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর)এই ঐতিহাসিক রায় দিলেন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি। সুপ্রিম কোর্টের ২০১৩ সালের রায়ের বিরুদ্ধে গেল এই রায়। একই সঙ্গে ব্রিটিশ আমলের পুরানো আইনটিকে অযৌক্তিক বলেও মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা।
রায় ঘোষণার পর প্রধান বিচারপতি দীপক মিশ্রের মন্তব্য, ‘পুরানো ধ্যান-ধারণাকে বিদায় জানিয়ে সমস্ত নাগরিকদের সমান অধিকার আমাদের দিতে হবে।’ তার সঙ্গে সহমত পোষণ করে একই বক্তব্য রাখেন অন্য চার বিচারপতিও। তারা জানিয়েছেন, ‘ব্যক্তিগত পছন্দ স্বাধীনতার অন্যতম শর্ত। ভারতীয় সংবিধানে এলজিবিটি গোষ্ঠীর সদস্যরা বাকিদের মত একই অধিকার পাওয়ার যোগ্য।’
জয়নিউজ/আরসি