প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল ও ঝড়ো হাওয়ায় রামগড় পৌরসভার চৌধুরীপাড়া হাসপাতাল সংলগ্ন দুটি ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় আলাউদ্দিন ও নাজিম উদ্দিন নামের দুই ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১০ জুলাই) প্রাকৃতিক দুর্যোগের শিকার পরিবারগুলোর পাশে এসে দাঁড়ালেন রামগড় পৌরসভার মেয়র কাজী শাহজাহান রিপন। তিনি বৃহস্পতিবার (১১ জুলাই) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইসরাত, ওসি তারেক মো. হান্নান, পিআইও রিয়াদ হোসেন, স্থানীয় কাউন্সিলর কণিকা বড়ুয়া এ সময় উপস্থিত ছিলেন।
পিআইও রিয়াদ হোসেন জানান, প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের আর্থিক সহযোগিতার বিষয়টি প্রক্রিয়াধীন।
জয়নিউজ/শ্যামল/আরসি