আহমদ ছফার জীবনী নিয়ে ছবি প্রযোজনা করছেন অভিনেত্রী জয়া আহসান। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, ইতিহাস, ভ্রমণকাহিনি মিলিয়ে তিরিশটির বেশি গ্রন্থ রচনা করেছেন আহমদ ছফা। যার মধ্যে ‘অলাতচক্র’ তাঁর আত্মজীবনী বলে মনে করেন অনেকে। সেই কাহিনিই থ্রিডিতে পর্দায় তুলে ধরা হবে। ‘অলাতচক্র’র পরিচালক হাবিবুর রহমান।
জয়া জানান, ছবির অধিকাংশ স্যুটিং হয়ে গেছে। থ্রিডি স্যুটের দায়িত্বে ছিল মুম্বাইয়ের একটি টিম। ছবির অনেকটা অংশজুড়েই থাকছে কলকাতা। বাংলাদেশেই স্যুটিং হয়েছে। আহমদ ছফার কাহিনিতে যেভাবে কলকাতার বর্ণনা এসেছে, সেভাবেই সবটা উপস্থাপন করেছে মুম্বাইয়ের টিম।
সরকার থেকে অনুদান দেওয়া হয়েছে ‘অলাতচক্র’র জন্য। ছবিতে জয়া অভিনয়ও করেছেন।
মুক্তিযুদ্ধের সময় কলকাতায় শরণার্থী হিসেবে আশ্রিত বাংলাদেশি লেখক দানিয়েল ও ক্যানসারে আক্রান্ত তায়েবার সম্পর্ক এবং মুক্তিযুদ্ধের নানা ঘটনার ছবি ‘অলাতচক্র’।
বাংলায় প্রথম থ্রিডি ছবি নিয়ে জয়া উচ্ছ্বসিত!
জয়নিউজ/আরসি