এখন আদালতও কারাগারে বন্দি: রিজভী

সরকার আইন-কানুনের কোনো ধার ধারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, খালেদা জিয়ার ওপর যে অবিচার চলছে, তা মানবাধিকার লঙ্ঘন। জনগণের কাছে এর জবাব ক্ষমতাসীনদের দিতেই হবে।

- Advertisement -

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

- Advertisement -google news follower

তিনি বলেন, এখন আদালতকেও কারাগারে বন্দি করা হয়েছে। বর্তমান সরকার অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না দাবি করে তিনি বলেন, এবার সুষ্ঠু নির্বাচন হলে শেখ হাসিনার লজ্জাজনক পরাজয় হবে। তাই একতরফা নির্বাচন করার জন্য দেশকে বিরোধীদল শূন্য করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM