ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর কোতোয়ালি থানার সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন এক যুবক। প্ল্যাকার্ডে লেখা ছিল-‘আমার বউকে ফেরত চাই’!
এসময় তার সঙ্গে যোগ দেন পরিবারের সদস্যরা। দাবি একটাই, তাদের ঘরের বউকে ফেরত দিতে হবে। যতক্ষণ দাবি মানা হবে না, ততক্ষণ তারা থানা ত্যাগ করবেন না।
জানা যায়, মেদিনীপুরের রাজা দাসের সঙ্গে চলতি মাসের ৫ তারিখ বিয়ে হয় প্রতিবেশী দোয়েল মণ্ডলের। কিন্তু সপ্তাহ না ঘুরতেই দোয়েলের বাড়ির সদস্যরা মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অন্যত্র বিয়ে দিয়ে দেয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে বউ ফেরতের দাবিতে প্ল্যাকার্ড হাতে থানার সামনে অবস্থান নিয়েছেন রাজা দাস ও তার পরিবার।
এরপরই এই বিষয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানান রাজা। কিন্তু তাতেও কোনো সমাধান পাওয়া যায়নি।