মন্ত্রিসভার নতুন দুই সদস্যের শপথ সন্ধ্যায়

বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন দুই সদস্যের শপথগ্রহণ শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। এঁরা হলেন প্রতিমন্ত্রী ইমরান আহমদ ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা। এরমধ্যে ইমরান মন্ত্রী ও ইন্দিরা প্রতিমন্ত্রী হচ্ছেন।

- Advertisement -

রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

- Advertisement -google news follower

মন্ত্রী পরিষদ বিভাগ জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ধারা- ২ অনুযায়ী ইমরান আহমদকে পূর্ণমন্ত্রী এবং ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।’

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM