দক্ষিণ আফ্রিকার ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: অ্যা ডটারস টেল’।
উৎসবের এবার ৪০তম আসর বসছে ১৮ জুলাই। শেষ হবে ২৮ জুলাই। উল্লেখযোগ্য বিষয় একই উৎসবে ছবিটির প্রদর্শনী হবে দুটি।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রামাণ্যচিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে সিআরআই ও অ্যাপলবক্স ফিল্মস। নির্মাণ করেছেন পিপলু খান।
উৎসব সূত্রে জানা গেছে, ২০ জুলাই দুপুর আড়াইটায় গেটওয়ে-১২ নম্বর হলে হবে ছবিটির প্রথম শো। আর ২৪ জুলাই বিকাল ৪টায় মাসগ্রাব-১ হলে দ্বিতীয় শো হবে।
ডারবানের কোয়াজুলু নাটাল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্রিয়েটিভ আর্টস এই উৎসবের আয়োজন করছে।
‘হাসিনা, অ্যা ডটারস টেল’ ছবিটি নিয়ে চমকের সূত্রপাত গত বছর ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনে। এদিন হুট করেই অন্তর্জালে প্রকাশ পায় ‘হাসিনা, অ্যা ডটারস টেল’ শিরোনামের একটি সিনেমার ট্রেলার। যেটি দেখার পর বেশ চমকিত হন দর্শক-সমালোচকরা।
এরপর গত বছর নভেম্বরে ছবিটি মুক্তি পায় দেশের প্রায় সবগুলো মাল্টিপ্লেক্সে। নির্মাণ সংশ্লিষ্টরা পান তুমুল প্রশংসা।
‘হাসিনা, অ্যা ডটারস টেল’-এর দৈর্ঘ্য ৭০ মিনিট। যেখানে প্রধানমন্ত্রী ছাড়াও তাঁর পরিবারের সদস্যদের দেখা গেছে। উঠে এসেছে শেখ হাসিনার সাধারণ জীবনের অসাধারণ কিছু মুহূর্ত। যেখানে তিনি কখনও মেয়ে, কখনও মা, কখনও বোন আর কখনও আমজনতার নেত্রী।
জয়নিউজ/আরসি