খুন, ধর্ষণ ও মাদকের আগ্রাসন রোধে সীতাকুণ্ডে মানববন্ধন

‘বন্ধ হোক খুন, ধর্ষণ ও মাদকের আগ্রাসন,’ ‘অপরাধ করব না, অপরাধ সইব না’- এই স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শনিবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আয়োজিত মানববন্ধনে রাজনীতিবিদ, পেশাজীবী, শিক্ষক, ছাত্র-ছাত্রী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

- Advertisement -google news follower

সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এম. সেকান্দর হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ দিদারুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, এডিশনাল এসপি শম্পা রানী সাহা। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু। বক্তব্য রাখেন বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, সাংবাদিক এম. হেদায়েত, বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিন প্রমুখ।

- Advertisement -islamibank

মানববন্ধনে প্রধান অতিথি খুন, ধর্ষণ ও মাদকের আগ্রাসনরোধে সকলের প্রতি সোচ্চার হওয়ার আহ্বান জানান।

জয়নিউজ/সেকান্দর/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM