বেগম জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সমাবেশের প্রধান সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম।
নগরের দোস্ত বিল্ডিংয়ের দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শনিবার (১৩ জুলাই) বিকাল ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী।
মাহবুবের রহমান শামীম বলেন, আজ সারাদেশ কারারুদ্ধ। দেশে কথা বলার স্বাধীনতা নেই, ভোটের অধিকার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ যেখানে দিশেহারা সেখানে সরকার গ্যাসের মূল্যবৃদ্ধি করে দেশের সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছে।
তিনি বলেন, সারাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায় কিন্তু সরকার উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিচার বিভাগকে ব্যবহার করে দেশনেত্রীর মুক্তিকে বাধা সৃষ্টি করে। তাই আগামী ২০ জুলাই বীর চট্টলার লাখো লাখো মুক্তিকামী জনতা সমাবেশকে জনসমুদ্রে পরিণত করবে।
সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান বিপ্লব, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ ইদ্রিস মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আব্বাস, সাবেক সহসভাপতি নুরুল আনোয়ার, যুগ্ম সম্পাদক আব্দুল গাফফার চৌধুরী, সহসাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. কাশেম চৌধুরী, বোয়ালখালী পৌরসভা বিএনপির সভাপতি ও পৌর মেয়র হাজী আবুল কালাম আবু, বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান মো. লোকমান, শিশু বিষয়ক সম্পাদক জামাল হোসেন, মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী, অ্যাড. ফজুল আমিন, প্রবাসী কল্যাণ সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ,জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু,দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, নুরুল আবছার, শওকত ওসমান, হাসান চেয়ারম্যান, জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ, মো. মোজাম্মেল হক, আব্দুস ছবুর ও কেএম আব্বাস প্রমুখ।