মেয়র হজ কাফেলার কর্মশালা

মেয়র হজ কাফেলার হাজিদের প্রশিক্ষণ কর্মশালা শনিবার (১৩ জুলাই) দুপুরে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের নিচতলায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক আলহাজ খোরশেদ আলম সুজন।

- Advertisement -

হজের করনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান করেন গরীবউল্লাহ শাহ (র.) মসজিদের খতিব মাওলানা আনিসুজ্জামান এবং মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী।

- Advertisement -google news follower

কর্মশালায় খোরশেদ আলম সুজন বলেন, হাজিরা হজব্রত পালনের মাধ্যমে আল্লাহপাক নির্ধারিত একটি ফরজ ইবাদত সম্পন্ন করেন। মনে রাখতে হবে, হাজিদের হজ করতে গিয়ে নিজ দেশের দূতের ভুমিকা পালন করতে হবে। কোনো অবস্থাতেই যাতে ইবাদতের পরিবেশ ক্ষুণ্ন না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন আলহাজ্ হাসিনা মহিউদ্দিন, আলহাজ আবু তাহের, আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, আলহাজ বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, আলহাজ আজম আলী, আলহাজ আব্দুল কাদের, আলহাজ মো. শাহাবুদ্দিন, আলহাজ শহিদুল ইসলাম, আলহাজ সাজ্জাদ হোসেন, আলহাজ মুসা মিরদাদ এবং সংস্থার সিইও আলহাজ একেএম নুরুল আনোয়ার প্রমুখ।- বিজ্ঞপ্তি

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM