বাঁশখালীতে ৩৪ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

বাঁশখালীতে ৩৪ দিন ধরে নিখোঁজ রয়েছে এক স্কুলছাত্র। নিখোঁজ হওয়ার ১২ দিনের মাথায় দরিদ্র কৃষক বাবাকে মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি হুমকি দিলেও পুলিশ এ ব্যাপারে কোনো তদন্ত করছে না বলে অভিযোগ পরিবারের। সন্তানকে হারিয়ে এখন দিশেহারা তার বাবা-মা।

- Advertisement -

নিখোঁজ স্কুলছাত্রের নাম আরাফাতুল ইসলাম (১৩)। সে পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া গ্রামের সামশুইয়া ঘোনা এলাকার দরিদ্র কৃষক মো. দেলোয়ার হোসেনের ছেলে। নাপোড়া এলাকার বাঁশখালী মডেল গ্রামার স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।

- Advertisement -google news follower

নিখোঁজ আরাফাতুল ইসলামের বাবা দেলোয়ার হোসেন বলেন, আমার ছেলে গত ১২ জুন সকালে বাড়ি থেকে স্কুলে যায়। নিখোঁজ হওয়ার পর স্থানীয় বাজারের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, সে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলেও ওইদিন স্কুলে যায়নি। সকাল সাড়ে ৮টায় একটি দোকানে বই রেখে নাপোড়া বাজারের উদ্দেশে যায়। এরপর থেকে সে নিখোঁজ।

১৪ জুন বাঁশখালী থানায় এ ব্যাপারে সাধারণ ডায়রি (নং ৫৭০) করার কথা জানিয়ে দেলোয়ার হোসেন বলেন, গত ২৪ জুন জনৈক ব্যক্তি মোবাইল ফোনে (নং ০১৯৯৯১৮৯০৭৬) তিনবার আমাকে হুমকি দেয়। ফোনে বলা হয়, ‘তুমি আরাফাতুল ইসলামের বাবা যদি হয়ে থাক আর খোঁজ করিও না।’

- Advertisement -islamibank

তিনি জানান, থানা পুলিশকে ওই নম্বরটি দিয়েছি এবং বিষয়টি জানিয়েছি। কিন্তু পুলিশ কোনো ধরনের সহযোগিতা করছে না।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. রেজাউল করিম মজুমদার বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। বিভিন্নস্থানে বেতারবার্তা পাঠানো হয়েছে। নিখোঁজ আরাফাতুলকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

জয়নিউজ/উজ্জ্বল/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM