সিরিয়ার ইদলিব প্রদেশে সরকারি ও রুশ সামরিক বাহিনীর বিমান হামলায় ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরো ৪৫ জন।
দুইদিনের বিমান হামলায় এসব নাগরিক নিহত হয়েছেন।
এর মধ্যে ইদলিবের উত্তরাঞ্চলে নিহত হন আট বেসামরিক নাগরিক। এছাড়া পূর্বাঞ্চলীয় কাফারইয়া শহরে এক নারী ও শিশুসহ তিনজন ও অন্যান্য অঞ্চলে নিহত আরো ১১ জন।
জানা যায়, শনিবার সকালের দিকে খান শেইখুন শহরে এক বিমান হামলায় অন্তত ছয়জনের মৃত্যু হয়। এরমধ্যে চার শিশু ও দুই নারী রয়েছে। তারা সবাই একই বাড়ির সদস্য।
এর আগের দিন ইদলিব ও হামা প্রদেশের বিভিন্ন অঞ্চলে একইধরনের বিমান হামলায় মারা যান অন্তত ১১ জন।
এছাড়া, শুক্রবার আরিহায় ছয়জন, আল-নুমানে তিনজন, ইদলিবে একজন ও কাফর জিতায় একজন প্রাণ হারান। এসব হামলায় মোট আহত হন অন্তত ৪৫ জন।