সিরিয়ায় বিমান হামলায় নিহত ২২

সিরিয়ার ইদলিব প্রদেশে সরকারি ও রুশ সামরিক বাহিনীর বিমান হামলায় ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরো ৪৫ জন।

- Advertisement -

দুইদিনের বিমান হামলায় এসব নাগরিক নিহত হয়েছেন।

- Advertisement -google news follower

এর মধ্যে ইদলিবের উত্তরাঞ্চলে নিহত হন আট বেসামরিক নাগরিক। এছাড়া পূর্বাঞ্চলীয় কাফারইয়া শহরে এক নারী ও শিশুসহ তিনজন ও অন্যান্য অঞ্চলে নিহত আরো ১১ জন।

জানা যায়, শনিবার সকালের দিকে খান শেইখুন শহরে এক বিমান হামলায় অন্তত ছয়জনের মৃত্যু হয়। এরমধ্যে চার শিশু ও দুই নারী রয়েছে। তারা সবাই একই বাড়ির সদস্য।

- Advertisement -islamibank

এর আগের দিন ইদলিব ও হামা প্রদেশের বিভিন্ন অঞ্চলে একইধরনের বিমান হামলায় মারা যান অন্তত ১১ জন।
এছাড়া, শুক্রবার আরিহায় ছয়জন, আল-নুমানে তিনজন, ইদলিবে একজন ও কাফর জিতায় একজন প্রাণ হারান। এসব হামলায় মোট আহত হন অন্তত ৪৫ জন।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM