হিমাচলে রেস্তোরাঁ ভেঙে পড়ে ৬ সেনাসহ নিহত ৭

ভারতের হিমাচলের সোলানে রেস্তোরাঁ ভেঙে পড়ার ঘটনায় ৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৬ জনই সেনা সদস্য। ধ্বংসস্তূপে আটকা পড়েছেন আরও ৭ সেনা সদস্য।

- Advertisement -

রোববার (১৫ জুলাই) রাজধানী সিমলা থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি রেস্তোরাঁয় ওই দুর্ঘটনা ঘটেছে।

- Advertisement -google news follower

পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫ জন সেনা রয়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে সিমলাসহ একাধিক জায়গায় ধস নেমেছে। ব্যাপক বৃষ্টির কারণে ওই রেস্তোরাঁটি ভেঙে পড়েছে। ওই রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সেনা সদস্যরা তাদের পরিবার নিয়ে কিছুক্ষণের জন্য ওই রেস্টুরেন্টে গিয়েছিলেন। এর মধ্যেই রেস্তোরাঁটি ভেঙে পড়ে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উদ্ধারকাজে সব ধরনের প্রশাসনিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM