গণমাধ্যম আরো দায়িত্ববান হোক: মেয়র নাছির

বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সোমবার (১৫ জুলাই) বেলা ১২টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২২তম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

- Advertisement -

মেয়র বলেন, চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। দেশের সার্বিক উন্নয়নে চট্টগ্রাম বন্দরের অবদান অপরিসীম। চট্টগ্রামকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না। তাই চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনা খুব গভীর থেকে তুলে ধরতে হবে।

- Advertisement -google news follower

গণমাধ্যম এখন অনেক বেশি শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, মিডিয়ার কারণে এখন কোনোকিছু লুকানো সম্ভব হচ্ছে না। ছোট ছোট অনেক বিষয়ও এখন আমাদের দৃষ্টির বাইরে থাকছে না। মিডিয়ার কারণে শক্তিশালী জনমত সৃষ্টি হচ্ছে। এটি খুবই পজিটিভ দিক। আমি চাইব গণমাধ্যম আরো দায়িত্ববান হোক।

মেয়র পতেঙ্গা আউটার রিং রোডের ওয়াকওয়ের কয়েকটি অংশ ধসে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

- Advertisement -islamibank

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এটিএন বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলী আব্বাস। তিনি বলেন, এটিএন বাংলা দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল। দেশ ও জাতির কল্যাণে কাজ করছে এটিএন বাংলা। ভবিষ্যতে আরো দর্শকপ্রিয়তা অর্জনে কাজ করবে চ্যানেলটি।গণমাধ্যম আরো দায়িত্ববান হোক: মেয়র নাছির

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন রেজা, সহ সভাপতি মঞ্জুর কাদের মঞ্জু, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর,জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শহীদুল আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সদস্য ম. শামসুল ইসলাম, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আলিউর রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, জয়নিউজের যুগ্ম সম্পাদক বিপ্লব পার্থ, সাংবাদিক জাহেদুল করিম কচি, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহীদুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার প্রতিনিধি মোকাম্মেল হোসেন প্রমুখ।

মেয়র কেক কেটে এটিএন বাংলার ২৩তম বর্ষে পদার্পণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM