‘বিশ্ববিদ্যালয়েই তৈরি হবে দক্ষ মানব সম্পদ’

জ্ঞান সৃষ্টি ও গবেষণা কর্মের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করাই বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

- Advertisement -

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিভাসু অডিটোরিয়ামে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কোয়ালিটি এসিউরেন্স ইউনিট এর উদ্যোগে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ’ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক অব বাংলাদেশ’ শীর্ষক এক জাতীয় কর্মশালায় তিনি একথা বলেন।

- Advertisement -google news follower

প্রধান অতিথির বক্তব্যে ড. ইফতেখার উদ্দিন আরো বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উদ্যোগে দেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক তৈরির যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা বাস্তবায়নে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। এ উদ্যোগ সফল হলে দেশের উচ্চশিক্ষা বিশ্বমানে উন্নীত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম-এর উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী।

- Advertisement -islamibank

উক্ত কর্মশালায় চট্টগ্রাম বিভাগের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জয়নিউজ/কেকে/এসআই/জেডএইচ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM