নেপালে টানা ছয়দিনের বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৭-তে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৪১ জন পুরুষ ও ২৬ জন নারী রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিখোঁজ ও ৪০ জন আহত হয়েছে।
পুলিশ জানান ‘বিভিন্ন জেলার অন্তত ১ হাজার ৪৪৫ জন মানুষকে সফলভাবে উদ্ধার করে নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়েছে।’
ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য জরুরিভিত্তিতে ত্রাণ কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছে নেপালের প্রাদেশিক সরকারগুলো।
নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। আহতদের জন্য বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করেছে প্রাদেশিক সরকারগুলো। বিভিন্ন বেসরকারি সংস্থাও কাপড়, খাদ্যসামগ্রী বিতরণে সামিল হয়েছে।
নেপালের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রধান নদীগুলোতে পানি ধীরে ধীরে কমছে। তবে আগামী কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা।