টানা ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ায় বিদ্যুৎকেন্দ্রের ১৬টি স্পিলওয়ে খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে ৩৩ হাজার কিউসেক পানি ছাড়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন।
সূত্র জানা যায়, মঙ্গলবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে হৃদের পানি বাড়ায় ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পানি বেড়ে হৃদে পানি রয়েছে ১০৬ দশমিক ৩০ এমএসএল। যা স্বাভাবিকের চেয়ে ১৯ দশমিক ৯ ফুট পানি বেশি। ১৬টি স্পিলওয়ে খুলে দেওয়ার কারণে ১৬৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক ড. এম এম এ আব্দুজ্জাহের জানান, স্বাভাবিকের চেয়ে প্রায় ১৯ দশমিক ৯ ফুট বেশি পানি থাকায় ১৬টি স্পিলওয়ে খুলে দিয়ে পানির চাপ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। বিদ্যুৎকেন্দ্রের আরেকটি ইউনিটে যান্ত্রিক ক্রুটি থাকায় এটি বন্ধ রাখা হয়েছে।
জয়নিউজ/পিডি