বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস-ফোর এইচ গ্রুপ-ডায়মন্ড সিমেন্ট গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেল চারটায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম কনভেনশন হলে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের ভাইস চেয়ারম্যান কে.এম. শহীদুল্লাহ।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিজেকেএস সহ-সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিজেকেএসের অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস নির্বাহী সদস্য দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও জয়নিউজের সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, জহির আহমদ চৌধুরী, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, মোঃ মশিউর রহমান চৌধুরী, রেজিয়া বেগম ছবি, মনোরঞ্জন দে, সিজেকেএস কাউন্সিলর ডেরিক র্যান্ডলফ, হাসান মুরাদ বিপ্লব, মকসুদুর রহমান বুলবুল, আকতারুজ্জামান, সাইফুল্লাহ চৌধুরী, প্রবীন কুমার ঘোষ, শওকত হোসেন, লুৎফুল করিম সোহেল, এনামুল হক, সিজেকেএস দাবা কমিটির সম্পাদক তনিমা পারভিন, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সদস্য আবদুল মালেক, এস এম তারেক, টিংকু বড়ুয়া, কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজেকেএস দাবা কমিটির সদস্য সৈয়দ আব্দুল আহাদ।
জয়নিউজ/পিপিএন/জেডএইচ