বান্দরবানে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২২ জন শিক্ষার্থী। তারমধ্যে বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে পেয়েছে ১১ জন।
বুধবার (১৭ জুলাই) প্রকাশিত রেজাল্টে বান্দরবান জেলায় পাশের হার ৫৯ দশমিক ৭১ শতাংশ।
জেলা প্রশাসনের শিক্ষা শাখা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, জেলার ৭টি উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৭৫০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে এক হাজার ৬৪২ জন পরীক্ষার্থী পাস করেছে। আর এইচএসসি জিপিএ-৫ পেয়েছে ২১ জন পরীক্ষাথী। এদের মধ্যে বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১১ জন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেয়েছে ১০ জন শিক্ষার্থী। তারমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১০ জন, মানবিক থেকে ৩ জন এবং ব্যবসা থেকে ৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১১ জন ছেলে এবং ১০ জন মেয়ে।
অপরদিকে মাদরাসায় নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মডেল ইনষ্টিটিউট আলীম মাদ্রাসা থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী।