চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও সেরা হয়েছে চট্টগ্রাম সরকারি কলেজ। শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে এমন তথ্য পাওয়া যায়।
এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮৭৮ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৫৫ জন। ফলে জিপিএ-৫ এর ভিত্তিতে শিক্ষা বোর্ডের করা তালিকায় সবার ওপরে রয়েছে শতবছরের ঐতিহ্যবাহী কলেজটি।
এমন ফলাফলের বিষয়ে জানতে চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাসানের সঙ্গে জয়নিউজের কথা হয়। তিনি বলেন, এ কলেজে সেরা শিক্ষার্থীরাই পড়াশোনা করে। তাদের শ্রম এবং শিক্ষক-অভিভাবকদের যথাযথ নির্দেশনার কারণেই প্রতিবারের মতো আমাদের অবস্থান ধরে রাখা সম্ভব হয়েছে।
এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজ। এ কলেজে জিপিএ-৫ পেয়েছে ৫৩৪ জন। তৃতীয় স্থানে রয়েছে সরকারি সিটি কলেজ। কলেজটিতে জিপিএ-৫ এর সংখ্যা ৩২১ জন। চতুর্থ স্থানে রয়েছে ক্যান্টেনমেন্ট স্কুল এন্ড কলেজ। এখানে জিপিএ-৫ পেয়েছে ২৫১ জন। পঞ্চম স্থানে রয়েছে নাসিরাবাদ সরকারি মহিলা কলেজ। কলেজটিতে জিপিএ-৫ এর সংখ্যা ১৭৩ জন।
বোর্ডের চতুর্থ থেকে ১০তম স্থানে রয়েছে যথাক্রমে সরকারি কমার্স কলেজ, ইস্পাহানি পাবলিক কলেজ, ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ এবং পটিয়া সরকারি কলেজ।
চট্টগ্রাম কলেজের মানবিক শাখার ছাত্রী তানজিয়া বিনতে কবির জয়নিউজকে বলেন, আমার অনেক বেশি ভালো লাগছে। জিপিএ-৫ পেয়েছি আমার আব্বা-আম্মার জন্য এতো দূর আসা। চেষ্ঠা করব ভবিষ্যৎতে আরো ভালো কিছু করতে।
ইরতিসাম নামে বিজ্ঞান শাখার আরেক শিক্ষর্থী বলেন, জিপিএ-৫ পেয়ে খুব খুশি হয়েছি। আরো ভালো লাগছে চট্টগ্রাম কলেজ এবার ১ম স্থানে আছে। ভবিষ্যৎতে আরো ভালো কিছু করতে চাই।
নাসরিন সুলতানা নামে এক অভিভাবক বলেন, আমার মেয়ে জিপিএ-৫ পেয়েছে। সন্তানের এতো বড় অর্জনে খুব আনন্দ হচ্ছে। ভাবিষ্যৎতে সে যেন আরো ভালো কিছু করতে পারে, এটাই সৃষ্টিকর্তার কাছে চাওয়া।