চট্টগ্রামের সমাবেশে মানুষের ঢল নামবে: শামিম

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় মহাসমাবেশের প্রধান সমন্বয়কারী মাহবুবের রহমান শামিম বলেন দেশনেত্রী বেগম খালেদার মুক্তি চাইতে ২০ জুলাই চট্টগ্রামের সমাবেশে মানুষের ঢল নামবে।

- Advertisement -

বুধবার (১৭ জুলাই) বিকাল ৩টায় দোস্ত বিল্ডিংএ দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে মহাসমাবেশের প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।

- Advertisement -google news follower

এসময় শামিম বলেন, চট্টগ্রামের অলিতে-গলিতে মিছিলে মিছিলে লোকে লোকারণ্য হবে চট্টগ্রাম শহর। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি, সাধারণ মানুষের মুক্তি।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেন, বীর চট্টলার মুক্তিকামী ছাত্র-জনতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ জুলাই চট্টগ্রাম শহরকে মিছিলের নগরীতে পরিণত করবে। তাই ২০ জুলাই, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সুসংগঠিত হয়ে মহাসমাবেশে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

- Advertisement -islamibank

দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, ভিপি হারুন উর রশিদ, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান।

এছাড়াও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মহসিন ও সিনিয়র যুগ্ম সম্পাদক কে এম আব্বাসের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি মো. ইদ্রিচ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম, সহসভাপতি ইফতেখার মহসিন, যুগ্ম সম্পাদক আব্দুল গাফ্ফার চৌধুরী, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাশেম চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান মো. লোকমান, সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ফৌজুল আমিন, শিশু বিষয়ক সম্পাদক জামাল হোসেন, লোহাগাড়া উপজেলা বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী, ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, লায়ন মো. হেলাল, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য এসএম সুমন, এম হান্নান রহিম, খালেদ হোসেন, মো. কায়সার, মো. ফারুক, নুরুল কবির রানা, মো. কামাল উদ্দিন, মামুনুর রশিদ, মো. তৌহিদুল ইসলাম, আফসার উল্লাহ, এম হাশেম চৌধুরী, মো. রাসেল, মো. লোকমান উদ্দিন, আরেফিন রিয়াদ, মুহাম্মদ নাঈম উদ্দিন, মো. ফিরোজ, মো. দস্তগীর, আহমদ নুর, মো. হোসেন, বেলাল উদ্দিন, রাশেদুল কবির, ফরহাদ হোসেন, বেলাল মাহমুদ, মো. তারেক, মুহাম্মদ হাসান, আমান উল্লাহ বাবু, মো. আসিফুল ইসলাম, মাঈনুদ্দীন, মো. শাহেদ, রিপন, শফিউল, রুবেল, মো. মোরশেদ, মো. আশেকসহ প্রমুখ।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM