জাপানের কিয়োটোতে একটি অ্যানিমেশন স্টুডিওতে লাগা আগুনে অন্তত দশজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এক ব্যক্তি বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে কিয়োটো অ্যানিমেশন স্টুডিওতে ঢুকে দাহ্য কোনো তরল ছিটিয়ে আগুন দেয়।
সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ দগ্ধ অবস্থায় আটক করে হাসপাতালে ভর্তি করেছে বলে সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে। এ ঘটনায় আহত আরও বেশ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রয়টার্স জানিয়েছে, কিয়োটো অ্যানিমেশন স্টুডিও ‘সাউন্ড! ইফোনিয়াম’ নামে একটি সিরিজ তৈরি করছিল। তাদের ‘ফ্রি! রোড টু দ্য ওয়ার্ল্ড- দ্য ড্রিম’ নামের সিনেমাটি চলতি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল।
জয়নিউজ/আরসি