সারাদেশের ন্যায় নানা আয়োজনে লোহাগাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ পালিত হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তৌছিফ আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মু. ইসমাঈল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন, মৎস্য উৎপাদনে লোহাগাড়ার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। প্রাকৃতিক জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যচাষ ব্যবস্থাপনা ও সম্পসারণের মাধ্যমে নিরাপদ মৎস্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে।
সভা শেষে উপজেলার সেরা মৎস্যচাষি সাদেকুল মওলা ও মু. জসিম উদ্দিনকে ক্রেস্ট প্রদান করা হয়।
জয়নিউজ/পুষ্পেন/আরসি