পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় তদন্ত ব্যুরো ন্যাব।
বৃহস্পতিবার (১৮ জুলাই) লাহোরে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফের সঙ্গে সংবাদ সম্মেলনে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়।
দেশটির কয়েকশ বিলিয়ন ডলারের তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ে দুর্নীতির দায়ে তাকে গ্রেপ্তার করার তথ্য জানিয়েছে ন্যাব।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে গ্রেপ্তার হলে শহীদ খাকান আব্বাসি। এর আগে দলটির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার করা হয়। বর্তমানে কারাবন্দি নওয়াজ।