লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-১০ (ইউনিফিল) এ যোগদানের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেছে নৌবাহিনীর ৮০ সদস্যের একটি দল।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা লেবাননের উদ্দেশে রওয়ানা দেয়।
নৌসদস্যগণ লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিজয়’-এ যোগদান করবেন। চট্টগ্রাম ত্যাগের প্রাক্কালে বানৌজা ঈসাখানের অধিনায়ক কমডোর এম নিজামুল হক লেবাননগামী নৌসদস্যদের বিদায় জানান।
এসময় নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ ও লেবাননগামী নৌসদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বর্তমানে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিজয়’ ইউনিফিলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে। এর আগে গত ৪ জুলাই ৩০ জন নৌসদস্যের একটি দল লেবাননে গেছেন।