শান্তিরক্ষা মিশনে লেবানন গেলেন নৌবাহিনীর ৮০ সদস্য

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-১০ (ইউনিফিল) এ যোগদানের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেছে নৌবাহিনীর ৮০ সদস্যের একটি দল।

- Advertisement -

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা লেবাননের উদ্দেশে রওয়ানা দেয়।

- Advertisement -google news follower

নৌসদস্যগণ লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনীর  যুদ্ধজাহাজ ‘বিজয়’-এ যোগদান করবেন। চট্টগ্রাম ত্যাগের প্রাক্কালে বানৌজা ঈসাখানের অধিনায়ক কমডোর এম নিজামুল হক লেবাননগামী নৌসদস্যদের বিদায় জানান।

এসময় নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ ও লেবাননগামী নৌসদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

উল্লেখ, ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বর্তমানে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিজয়’ ইউনিফিলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে। এর আগে গত ৪ জুলাই ৩০ জন নৌসদস্যের একটি দল লেবাননে গেছেন।

জয়নিউজ/আরডি/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM