ভারতের উত্তর প্রদেশে গণসংযোগের সময় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী পুলিশের হাতে আটক হয়েছেন। প্রতিবাদে মির্জাপুরে অনশনে বসেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদকসহ কর্মীরা।
শুক্রবার (১৯ জুলাই) দুপুরের দিকে উত্তর প্রদেশের সোনভদ্র যাওয়ার পথে মির্জাপুরে প্রিয়াঙ্কার পথ আটকায় পুলিশ। এসময় তাঁকে আটক করা হয়।
গত সপ্তাহে জমি বিবাদ ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে সোনভদ্র এলাকা। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। শুক্রবার সকালে নিহতদের পরিজনদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। এ সময় তাঁকে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ উঠেছে।
সাংবাদিকদের কাছে প্রিয়াঙ্কা বলেন, আমি শুধু ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কোন আইনে আমাকে এখানে আটকানো হয়েছে, তা জানি না।
প্রিয়াঙ্কার ওই সফরের আগে সোনভদ্র এলাকায় জমায়েত নিষিদ্ধ করা হয় বলেও জানা গেছে।
জয়নিউজ/আরসি