দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৯৯ কিলোমিটার এবং সিলেট থেকে ৩২৯ কিলোমিটার উত্তর পূর্বে অরুণাচল প্রদেশের বমডিলা এলাকায়।
বাংলাদেশ সময় শুক্রবার বিকাল ৩টা ২২ মিনিটে এই ভূমিকম্প হয়, মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করে।
তবে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৬ ছিল বলে জানিয়েছে জার্মান ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জিএফজেড।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।