নাইক্ষ্যংছড়িতে এক হাজার লিটার চোলাই মদসহ হেলাল উদ্দিন (২২) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। হেলাল সোনাইছড়ি ইউনিয়নের নন্নাকাটা গ্রামের মোস্তাক আহমদের ছেলে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নে চোলাই মদের রমরমা বাণিজ্য চলে আসছে বহুদিন ধরে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কনটেনারে ভর্তি করে দেশীয় তৈরি মদের একটি চালান পাচারের সময় পুলিশ অভিযান চালিয়ে জব্দ করেছে। এসময় হেলালকে আটক করা হয়েছে। জব্দকৃত চোলাই মদের মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জয়নিউজকে বলেন, চোলাই মদ পাচারের খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচবস্তা এবং প্লাস্টিক কনটেনার ভর্তি এক হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।