নতুন নিয়োগপ্রাপ্ত ৭৭ নারী-পুরুষ কনস্টেবলকে সংবর্ধনা দিয়েছে বাঁশখালী থানা পুলিশ।
শুক্রবার (১৯ জুলাই) থানা প্রাঙ্গণে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদারের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত কনস্টেবল উত্তর জলদীর রূপন দত্ত, শাখি আক্তার, পুকুরিয়ার মো. সাজ্জাদ হোসেন এবং শীলকূপের জাইতুনন্নেছা তাদের অভিমত ব্যক্ত করেন।
এসময় তারা বলেন, আমরা দরিদ্র পরিবারের সন্তান। খেয়ে না খেয়ে নানা কষ্টে লেখা-পড়া করেছি। ঘুষের নানা শঙ্কায় চাকরির পরীক্ষা দিই। কিন্তু ঘুষ ছাড়া চাকরি পাওয়ায় আমাদের বাবা-মারা খুব খুশি হয়েছেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার তার বক্তব্যে বলেন, ‘শান্তি, শৃঙ্খলা ও প্রগতির সঠিক প্রশিক্ষণ নিয়ে দেশপ্রেমে উদ্ধুব্ধ হয়ে পেশাগত দক্ষতা দেখাতে হবে। দুর্নীতি ও ঘুসমুক্ত রাষ্ট্র গঠনে সবাইকে মানবিক মূল্যবোধ জাগাতে হবে। তাহলেই আমাদের দেশের গৌরব বিদেশে উজ্জ্বল হবে।’
ওই সময় আরও ছিলেন, থানার ওসি তদন্ত মো. কামাল উদ্দিন ও থানার অন্যান্য উপ-পরিদর্শক, সহকারি উপ-পরিদর্শকরা।