চোটের কারণে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাঁর জায়গায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ওপেনার তামিম ইকবাল।
লঙ্কা সফর থেকে আগেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সহঅধিনায়ক সাকিব আল হাসান। তাই নেতৃত্বভার সামলাতে হবে তামিমকে।
বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে বলেন, ‘মাশরাফি শেষমুহূর্তে ছিটকে পড়েছে। এই সফরে দলকে নেতৃত্ব দেবে তামিম (ইকবাল)।
সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২৬ জুলাই।
এর আগে বাংলাদেশ দলকে একবারই নেতৃত্ব দিয়েছিলেন তামিম। ২০১৭ সালের ক্রাইস্টচার্চ টেস্টে। নিয়মিত টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম আঙুলের চোটে খেলতে পারেননি সেই টেস্ট। এবার মাশরাফি চোটে পড়ায় আবারও নেতৃত্বের ভার এসে পড়ছে তামিমের কাঁধে।