আবারও সৌদি আরবে সেনা মোতায়েন করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী সৌদিতে সেনা ও সরঞ্জাম মোতায়েনের বিষয়টিতে অনুমোদন দিয়েছেন।
সৌদি বাদশাহ সালমানও মার্কিন সেনাদের আমন্ত্রণের সিদ্ধান্তে সায় দিয়েছেন।
জানা যায়, আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে ওয়াশিংটনের সঙ্গে যৌথ উদ্যোগে মার্কিন সেনাদের আমন্ত্রণ জানাতে সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।
মার্কিন সেনাদের গ্রহণে ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
ইরাক যুদ্ধ শেষ হওয়ার পর ২০০৩ সাল থেকে মার্কিন বাহিনীকে আমন্ত্রণ জানায়নি সৌদি আরব।
জয়নিউজ/আরসি