দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণের বিচার ও শাস্তি মৃত্যুদণ্ডের দাবি

দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণের বিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে মানববন্ধন করেছে ‘জনতার কন্ঠ’ নামে একটি সামাজিক সংগঠন।

- Advertisement -

শনিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

- Advertisement -google news follower

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হলে, পরবর্তীতে অন্যরা এ রকম জঘন্য অপরাধ করার দুঃসাহস দেখাবে না।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক সমাজকর্মী সুবর্ণা দে। প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুণ সংগঠক ও সাংবাদিক বিপ্লব পার্থ।

- Advertisement -islamibank

দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণের বিচার ও শাস্তি মৃত্যুদণ্ডের দাবি

বক্তব্য রাখেন উদ্যোক্তা পাপিয়া পাল, অবসরপ্রাপ্ত শিক্ষিকা শুভ্রা দে, অর্পনা দে, আইনজীবী অ্যাডভোকেট সায়রা ইসলাম, প্রয়াসের সভাপতি হাসান মুরাদ মামুন, প্রকৌশলী আরিফ উদ্দিন, সমাজকর্মী সালমা আক্তার, তরুণ সংগঠক রিজভী রাহাত, ছাত্রলীগ নেতা হায়াত উল্লাহ, অভয় অমৃত দাশ, শিক্ষার্থী জয়ন্ত বড়ুয়া, এম এ মুন্না, চাকরিজীবী জয়দ্বীপ দে, নাজমিন আলম, তাথৈ বড়ুয়া, শিক্ষিকা ছন্দা চক্রবর্তী প্রমুখ।

বক্তারা বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতির কারণে আজ দেশে ধর্ষণ বেড়ে চলেছে। নয় মাসের বাচ্চা থেকে ৯০ বছরের বৃদ্ধা কেউ আজ নিরাপদ না। স্কুল-বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা নিরাপদ না, কর্মক্ষেত্রে নারী চাকরিজীবী নিরাপদ না। এর একটিই কারণ আইনের যথার্থ কার্যকারিতা নেই। ধর্ষক যেকোনো মূল্যে, রাজনৈতিক ছত্রছায়ায় রক্ষা পেয়ে যায়। অনেক সময় ভয়ে কাউকে অভিযোগও করতে যায় না।’

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুততম সময়ে নিশ্চিত করা হলে, ধর্ষণ অনেকাংশে কমে যাবে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM