হাটহাজারীর ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজারেরও বেশি ফলদ, বনজ ও ওষুধি গাছের চারারোপণ করা হয়েছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের উদ্যোগে নেওয়া ব্যতিক্রমী এ কর্মসূচির নাম রাখা হয়েছে গ্রীন-৫০।
রোববার (২১ জুলাই) সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
রুহুল আমিন জয়নিউজকে বলেন, উপজেলার সব স্কুল-কলেজে একযোগে আম, কামরাঙা, চালতা, নিম, জাম, কড়ই ও সফেদাসহ প্রায় ১৪ প্রজাতির মোট ৫ হাজার ২০০টি গাছের চারারোপণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী সপ্তাহে গ্রীন-১০ কর্মসূচির আওতায় আরো ১৫৪টি প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে ১০টি করে গাছের চারারোপণ করা হবে।