বান্দরবানের আলীকদমে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ছেলেধরা গুজব বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ২১ জুলাই) সকাল ১১টায় রেপার ফাঁড়ি বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আলীকদম থানার অফিসার্স ইনচার্জ রফিক উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে রফিক উল্লাহ বলেন, পদ্মা সেতুর জন্য এক লক্ষ লোকের মাথা লাগবে, এমন গুজব ছড়িয়ে পড়ছে সারাদেশে। এই গুজবের সূত্র ধরে দেশের বিভিন্নস্থানে অপ্রীতিকর ঘটনা ঘটছে। কোনো বিশেষমহল অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার প্রয়াসে এমন জঘন্য গুজব ছড়িয়েছে।
তিনি আরো বলেন, কেউ আইন হাতে তুলে নিবেননা। এলাকায় যদি এমন সন্দেহজনক লোকজনের আনাগোনা দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিভিন্ন স্থানে যেসব কাটা মাথার সন্ধান পাওয়া যাচ্ছে তার কিছুটা রয়েছে গুঞ্জন এবং সত্যিকারে যা ঘটছে তা হল গতানুগতিক বিচ্ছিন্ন ঘটনা।
এসময় উপস্থিত ছিলেন, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, আলীকদম থানার উপ-পরিদর্শক আব্দুল খালেকসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকার ব্যক্তিবর্গ।