চাক্তাই খালে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসনে নগরের চাক্তাই খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)

- Advertisement -

সোমবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে খালের বহদ্দারহাট অংশে সেনাবাহিনীর সহায়তায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী এ অভিযান পরিচালনা করছেন।

- Advertisement -google news follower

জানা গেছে, চাক্তাই খালের ওপর অবৈধ স্থাপনা ৩০০টির মতো। সোমবার বিকাল ৫টা পর্যন্ত চলবে এ উচ্ছেদ অভিযান। জলাবদ্ধতা নিরসনে সিডিএর বাস্তবায়নাধীন মেগা প্রকল্পের জন্য পর্যায়ক্রমে নগরের ১৩টি খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এর আগে রাজখালী খাল ও নোয়াখালে উচ্ছেদ অভিযান চালায়েছিল সিডিএ।

চাক্তাই খালে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ

- Advertisement -islamibank

সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লে. কর্নেল শাহ আলী জানান, নগরের খালগুলোর ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।এ অভিযানে সিডিএকে সেনাবাহিনী সহযোগিতা করবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে নগরে জলাবদ্ধতা নিরসনে নেওয়া মেগা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সিডিএর একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছিল।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM