বিলাইছড়িতে শিক্ষক সমিতির ত্রাণ বিতরণ

বাংলাদেশ শিক্ষক সমিতি বিলাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

- Advertisement -

সোমবার (২২ জুলাই) উপজেলার ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

- Advertisement -google news follower

বাংলাদেশ শিক্ষক সমিতি, বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি ও দীঘলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যার নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সুদর্শন বড়ুয়া, অর্থ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মো. বখতিয়ার হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা রূপময় চাকমা, সমীরণ চক্রবর্তী, মনিষা দেওয়ান, পুতুল চন্দ্র তঞ্চঙ্গ্যা, অরুন তঞ্চঙ্গ্যা, মনোজ কুমার তঞ্চঙ্গ্যা, সাধন কুমার দাশ। এছাড়াও এতে উপজেলার অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্করছড়ি ও ওড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উলুছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে এই ত্রাণ দেওয়া হয়।

জয়নিউজ/অসীম/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM