বান্দরবানের আলীকদমে ৫০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ জুলাই) দুপুরে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সায়েদ ইকবাল এ আদালত পরিচালনা করেন।
এসময় মাছ ব্যবসায়ী আব্দুর রহিম দুলালের কাছ থেকে বিক্রয় করতে আনা ৫০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্ধ করা হয়। তবে ফরমালিন না পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তা (অদা) জয় বনিক ও স্যানিটারি ইন্সপেক্টর আসাদুজ্জামন।