চবি গণিত বিভাগের সুবর্ণজয়ন্তীর প্রস্তুতি সভা

চবির গণিত বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। আগামী ২ ও ৩ নভেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান। এ উপলক্ষে উদযাপন পরিষদের প্রস্তুতি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

সভায় সভাপতিত্ব করেন আবদুল কাইয়ুম মাসুদ। সঞ্চালনায় ছিলেন গণিত বিভাগের প্রভাষক এসএম ইরফানুল কবির চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তফা রিজভী।

- Advertisement -google news follower

তিনি বলেন, দেশব্যাপী গণিত বিভাগের সাথে যুক্ত সকলের কাছে অনুষ্ঠানের তথ্য পৌঁছে দিতে হবে। এক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা চান তিনি।

এতে আরো বক্তব্য রাখেন গণিত বিভাগের প্রভাষক লিপন দাশ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির প্রভাষক আমানুল হক, উত্তরা ব্যাংকের এসও আজহারুল ইসলাম, ইয়ংওয়ান গ্রুপের সিনিয়র মার্চেন্ডাইজার কামরুল ইসলাম আজিম, ইউএসটিসি’র প্রভাষক শাইফুন সোনিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার এবিএম সোহরাওয়ার্দী হাসান, আবু বকর সিদ্দিকী ও আবদুন নূর।

- Advertisement -islamibank

সভায় বলা হয়, সুবর্ণজয়ন্তী উদযাপনে ফ্লাশমব, শর্ট ফিল্ম, ব্যানার, ফেস্টুন, দেয়ালিকা, প্লেকার্ড করা সহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন -কার্যক্রম চলবে। এ সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে এখানে ক্লিক করুন

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM