চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মানসিক রোগ বিভাগে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এই আগুনের সুত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জয়নিউজকে বলেন, মানসিক রোগ বিভাগের ডা. এম মহিউদ্দিনের চেম্বারের এসি থেকে আগুনের সুত্রপাত হয়। পরে নিচতলার স্টোররুমে আগুন ছড়িয়ে পড়ে। আমরা দ্রুততার সঙ্গে রোগীদের বের করে কোনো ক্ষয়ক্ষতি ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনি।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূইয়া জয়নিউজকে বলেন, ভোরে আগুনের সুত্রপাত হলে সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই। তাদের আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় লাখখানেক টাকার মালামাল পুড়ে গেছে। তবে কোনো রোগীর ক্ষতি হয়নি। আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পরিস্থিতি স্বাভাবিক।