‘বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার’

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার (২৩ জুলাই) কাপ্তাইয়ে কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও পাম্প মেশিন বিতরণ করা হয়েছে।

- Advertisement -

উপজেলা পরিষদ রেস্ট হাউস চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক।

- Advertisement -google news follower

রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, এসআইডি- সিএইচটি প্রকল্পের রাঙামাটি জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, সহকারী কৃষি কর্মকর্তা মংসুইপ্রু মারমা।

স্বাগত বক্তব্য রাখেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের সিনিয়র মাস্টার ট্রেইনার মেহেদি হাসান।

- Advertisement -islamibank

এ সময় উপজেলার কৃষকদের মাঝে ১০টি পাওয়ার টিলার এবং ১১টি পাম্প মেশিন বিতরণ করা হয়।

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। জাতীয় বাজেটে সর্বোচ্চ বাজেট কৃষিখাতে। তাই কৃষকদের সরকারের দেওয়া এই সুযোগ-সুবিধা ব্যবহার করে কৃষি সেক্টরে বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। এতে দেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

জয়নিউজ/লাভলু/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM