২১-২২ অক্টোবর জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) এবং ইয়াং বাংলা তরুণদের অনুপ্রাণিত করতে দিচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮। ১৮-৩৫ বছর বয়সী বাংলাদেশি তরুণরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে (youngbangla.org) এর জন্য আবেদন করতে পারবেন।

- Advertisement -

আগামী ২১-২২ অক্টোবর দক্ষতার উন্নয়ন, সর্বব্যাপী শিক্ষা, বিশেষভাবে সক্ষমদের (প্রতিবন্ধী) কর্মসংস্থানের ব্যবস্থা, সাংস্কৃতিক বিপ্লব, উদ্ভাবন, খেলাধুলা ও ফিটনেস, জনসচেতনতা সৃষ্টি, লিঙ্গ বৈষম্য কমানোসহ বেশ কিছু বিভাগে এ অ্যাওয়ার্ড দেওয়া হবে।

- Advertisement -google news follower

এ উপলক্ষে চট্টগ্রামের চারটি উপজেলায় প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করছে ইয়াং বাংলা। এ উপলক্ষে শুক্রবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাসুদ চৌধুরী, ইয়াং বাংলা জেলা সমন্বয়কারী রবিউল হক চৌধুরী, সৌমেন কানুনগো, ইয়াসিন ভূঁইয়া, মো. সাজ্জাদ, তারেক আজিজ, মিঠু চৌধুরী, অজয় শীল, আবদুল হাকিম মলিক প্রমুখ।

ইয়াং বাংলার জেলা সমন্বয়ক ফয়সাল কাসিম জানান, ১০ সেপ্টেম্বর বাঁশখালী, ১২ সেপ্টেম্বর রাউজান, ১৩ সেপ্টেম্বর পটিয়া, ১৪ সেপ্টেম্বর সীতাকু- উপজেলায় এবং ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম সার্কিট হাউসে প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। উপজেলাগুলোর অনুষ্ঠান হবে প্রত্যেকটার ইউএনও’র কার্যালয় কেন্দ্রিক।

- Advertisement -islamibank

২০১৭ সালে দেশের ৪৪টি জেলা ও ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের দেড় হাজার আবেদন জমা পড়েছিল এ অ্যাওর্য়াডের জন্য। এর মধ্যে ১০০ প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। চূড়ান্ত পর্বে মনোনীত হয় ৫০টি। এরপর চূড়ান্ত পর্যায়ে ১০টি সংগঠনকে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
এবার অংশগ্রহণকারীর সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। এবারের অনুষ্ঠানেও বিজয়ী সংগঠনগুলোর হাতে পুরস্কার তুলে দিবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।

জয়নিউজ/এফএম/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM