প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ফার্স্ট ক্লাস পেয়েছেন জিনিয়া আকতার পিয়ানো।
নগরের নেভি কনভেনশন হলে রোববার (২১ জুলাই) অনুষ্ঠিত হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান। সমাবর্তনে সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত সমাজ বিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।
অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সমাবর্তনে জিনিয়া আকতার পিয়ানো বলেন, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ছাত্র জীবনের অবসান ঘটিয়ে বিশেষ দিনটিকে আলিঙ্গন করলাম সমাবর্তনের মধ্য দিয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে আমি অনার্স ডিগ্রি সম্পন্ন করেছি।
নেভি কনভেনশন হল প্রাঙ্গণে আমার মতো হাজার গ্র্যাজুয়েটের কলকাকলিতে মুখরিত ছিল। অনুষ্ঠানের পাশাপাশি চলছিল দুর্লভ মুহূর্তগুলো ক্যামেরা ফ্রেমে বন্দির প্রচেষ্টা। ক্যাপ আকাশ মুখে ছুঁড়ে জানালাম, আজ থেকে আমি গ্র্যাজুয়েট।
আমাদের নির্দিষ্ট পোশাক আর বিশেষ ‘গ্র্যাজুয়েট ক্যাপ’ পেয়ে কতটা গর্বিত লাগছিল তা ভাষায় প্রকাশ করার মত নয়। আমার এ সাফল্য আমার মা-বাবা, ছোট ভাই, শিক্ষক- শিক্ষিকাদের উৎসর্গ করেছি।
বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রতিষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৮ হাজার শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করছে। দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে ১ হাজার ১১২ জনকে ডিগ্রি প্রদান করা হয়েছে।
জয়নিউজ/বিআর