আওয়ামী লীগ নেতা মংমং থোয়াই মারমাকে হত্যার প্রতিবাদে রোয়াংছড়িতে আধাবেলা হরতাল পালিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালিত হয়।
হরতাল চলাকালে বান্দরবান-রোয়াংছড়ির সড়কসহ অভ্যন্তরীণ সবগুলো রুটে সবধরণের যানবাহন চলাচল বন্ধ ছিল। বাস স্ট্যান্ডগুলো ছেড়ে যায়নি দূর পাল্লার যাত্রীবাহী কোনো বাস। খোলেনি বাস কাউন্টার এবং রোয়াংছড়ি বাজারসহ আশপাশের হাট-বাজারগুলোতে কোনো দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান।
এদিকে, আধাবেলা যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। হরতাল কর্মসূচি সফল করতে সড়কের বিভিন্ন মোড়ে অবস্থান নেয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। দুপুরের পর যানবাহন চলাচল স্বাভাবিক হয় রোয়াংছড়িতে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী বলেন, আওয়ামী লীগ নেতাকে হত্যা প্রতিবাদে সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে আধাবেলা হরতাল কর্মসূচি পালিত হয়। হত্যাকারীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলীয় সিদ্ধান্ত গ্রহণের পর পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।