বিলাইছড়িতে ‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার’ প্রতিপাদ্যকে নিয়ে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র্যালি ও বৃক্ষমেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
পরে উপজেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভা.প্রা.) মেজবাহ উদ্দিন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা ও উৎপলা চাকমা, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভা.প্রা.) অংচাখ্যই মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চাকমা, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী ও আলেখ্যং রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।