বিলাইছড়িতে বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ে কাজী, ইমাম, নির্বাচিত জনপ্রতিনিধি ও মহিলাদের তিনদিনের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় ও বিলাইছড়ি উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা কনফারেন্স হলে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
উপজেলা মহিলা ও শিশু উন্নয়ন কমিটির সভাপতি এবং মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) আশরাফ আহমেদ রাসেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম ও বিলাইছড়ি উপজেলার জাইকা প্রতিনিধি খোকন ত্রিপুরা।
প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে বিলাইছড়ি উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।