নগরের অক্সিজেন ছড়ারকূল এলাকায় স্কুল মাইক্রোবাস ও ট্রেনের সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। মাইক্রোবাসটি রওশন গ্রামার স্কুলের বলে জানা গেছে। তবে দুর্ঘটনার সময় মাইক্রোবাসে কোনো শিক্ষার্থী ছিল না।
বুধবার (২৪ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মাইক্রোবাস চালক মো. আজিজুল হক (৫০) ও স্কুলের আয়া লক্ষ্মী নন্দী (৪০)।
সূত্র জানায়, সকালে মাইক্রোবাসটি শিক্ষার্থীদের স্কুলে আনার জন্য রওনা দেয়। নগরের ছড়ারকূলে রেলক্রসিংয়ে পৌঁছলে মাইক্রোবাসটি তড়িঘড়ি করে রেললাইন পার হতে যায়। এসময় নগরগামী নাজিরহাটের ট্রেনের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, সকালে মাইক্রোবাস-ট্রেনের সংঘর্ষে আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক ।
জয়নিউজ/পিডি